• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

খানসামায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত 

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৩  

দিনাজপুরের রাণীরবন্দর-খানসামা আঞ্চলিক সড়কে বোনকে তার শ্বশুড়বাড়িতে পৌঁছে দেয়ার পথে পল্লীবিদ্যুতের পোলবাহী গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে ওমর ফারুক হাসান নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ মোটরসাইকেলের তিন আরোহী আহত হয়েছেন। 

নিহত ওমর ফারুক হাসান (২২) খানসামা উপজেলার গোয়ালডিহি ইউপির পশ্চিম হাসিমপুর গ্রামের মাঝাপাড়ার মো. জাকির হোসেনের ছেলে ও পাকেরহাট সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাণীরবন্দর-খানসামা আঞ্চলিক সড়কে খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পুলহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, বড়বোন ও তার দুই শিশু সন্তানকে শ্বশুরবাড়ি খানসামার ভান্ডারদহ নামক স্থানে পৌঁছে দেয়ার জন্য মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন ওমর ফারুক হাসান। পথিমধ্যে খানসামার গোয়ালডিহি ইউপির রাণীরবন্দর-খানসামা আঞ্চলিক সড়কে পুলহাট নামক স্থানে পল্লী বিদ্যুতের পোলবাহী গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহীরা রাস্তার ওপর ছিটকে পড়ে ওমর ফারুক হাসান মারা যান। এ ঘটনায় আহতরা চিকিৎসাধীন রয়েছে।

খানসামা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান মন্ডল এর সত্যতা নিশ্চিত করে জানান, এ দুর্ঘটনার বিষয়ে কেউ অভিযোগ দেয়নি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –